মন বীণায় যার সুর বাজেনা
গান রচে না সেজন কোন
শুন রে সুর পিপাসু অন্তঃকরণ খোলে শোনো।।


আত্মতৃপ্ত মন হয় সুরের মায়াতে
অদেখা যা সব দেখি সুরের ছায়াতে
কার সাধনায় ধ্যানে জ্ঞানে অহর্নিশি ইমন বুন।।


সুর যদিনা থাকে তবে ছন্দ মিলে কি
মন কাড়ে না তা যতই থাকুক ধী
ঝংকারিয়া যায় ধ্বনি লয় মন ভুবনে শোনো শোনো।


১৪ জানুয়ারী ২০২০
সকাল।
এটিএম, ইউসিবি, কসবা