মিথ্যে মায়ার বাঁধন মাঝে আপন ভাবিস যাহারে
আসল আপন কোথায় আছে চিনলি না মন তাহারে


সুখের সংসার সাজাইয়া
মনে রং লাগাইয়া
সরল পথ ছেড়ে গেলি ভুলে গড়া পাহাড়ে।।


দিনের পরে দিন চলে যায়
তোর মনে কি সেই খেয়াল নাই
বেখেয়ালি থাকবি কদিন এই ভবের বাজারে।।


যৌবনটা তোর কিসের তরে
কোথায় দিলি বিলি করে
যে কটা দিন বাকি আছে নতুন করে সাজা রে।।


লোভ-লালসা ধোঁকাবাজি
সকল কাজে কারসাজি
তওবা করে এখন থেকে সত্যের ঢোল বাজারে।।


দিবানিশি অর্থের টানে
গেলি না যাওয়ার যেখানে
মগ্ন হইয়া ঘুরবি কত এই রঙ্গের মজারে।।


বেখেয়ালি ওরে মাতাল
মর্ত্য  ফুঁড়ে ঢুকবি পাতাল
কি দেখিলি দুই নয়নে ভেবে দেখ ও পাগলারে


কার লাগি এই অর্থকড়ি
কেন এত বাহাদুরি
হন্যে হয়ে কি'বা খুজিস ভুবন নামের ভাগাড়ে।।


এ সংসারের মোহ মায়া
যা দেখিস সব মিথ্যে ছায়া
ভাল করে দেখ না খুঁজে তুই কি ভবের কানা রে।।


প্রেম পিপাসু প্রেমিক ওরে
পাগল হলি  কিসের তরে
ভবের প্রেমে না মজিয়া প্রভুর প্রেমে মজ রে।।





27 অক্টোবর 2019
ইউসিবি ব্যাংক কসবা