সাগর কোনদিন শুকিয়েও যায়
আকাশ নেমে আসে প্রান্তসীমায়
তবুও তোমার সাথে দেখা কিগো হবে না
জীবনেও তোমাকে পাব না ?


ঝর্নাধারা সেত পাহারের কান্না
নদী হয়ে বয়ে যায় তুমি কি জাননা?
সাগর উল্লাসে বুকে টেনে নেয়
আমিও তোমাকে কেন নেব না ?


এমন তো হয় জানি মেঘ না চেয়েও
অঝোর ধারায় হয় বৃষ্টি
অন্ধের চোখ নেই জীবন বাসর ঘরে
বিনিময় হয় শুভ দৃষ্টি।


হারানো দিন কেউ আবারও ফিরে পায়
উওাল সাগরে ডুবে কেউ বেচে যায়
আমার সোনালী দিনে সূখের অতিত কালে
কেন ফিরে যাব না।।