গানের কবিতা যদি,ভালো হয়,
প্রজাপতি সুর হয়ে আসবেই
অজানার আহবানে, কি সাড়া জাগে প্রানে
সুরের খেয়াতে মন ভাসবেই।।


সব কথা বলে দেয় সুন্দর মুখরা
বারেবারে সুখ দেয়, অমিয় যে ধারা
নিয়ে যায় হাত ধরে সর্গের সিড়িতে
তাই মন খুসিতে তো হাসবেই।।


সুর তাল যাই হোক, সন্চারী বলে দেয়
মর্ম কথাগুলো যেন চির অব‍্যয়।


ভাল কন্ঠে গাওয়া, কেড়ে নেয় অন্তর
কত যে মাধুরী তার , বোঝে সেই মধুকর
যন্ত্রের আবহে, কি দারুন সুরভী
এই মন তাকে ভাল বাসবেই।।





.