রূপের বাহার
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৭-১২-২০২১ ইং


বাবুই পাখি ডেকে বলে ভোর বেলাতে জাগি,
সোনার ফসল কাটবে এবার হয়ে  অনুরাগি।


বিলের ধারে শাপলা শালুক শতো ফুলে ফোটে,
রোদ-বৃষ্টির খেলার মাঝে মনটা মাঠে ছোটে।
সবার সাথে বলবো কথা অবাক হয়ে থাকি।


রূপের বাহার আমার দেশে যেনো  আঁকা  তুলি,
এই মাটিতে জন্ম আমার মাটি কি আর ভুলি।
নজরকাড়া রূপের বাহার হৃদয় ফ্রেমে বাঁধি।।
বাবুই পাখি ডেকে বলে ভোর বেলাতে জাগি,
সোনার ফসল কাটবে এবার হয়ে অনুরাগি।