রাস্তার পাশে বন্ধু যেদিন দাঁড়িয়ে ছিলে একা
সেদিন থেকেই মনের বাড়ি হইছে আমার দেখা।।
ইশারাতে ডেকে ছিলে আমায় তুমি একা ।
সেদিন থেকে  তোমার ছবি হইছে আমার আঁকা ।
বলেছিলে তোমার সাথে আমার দেখা এক জন্মের নয়।
ও রূপালী মেয়ে কি শুনিয়ে গেলে ভালোবাসা এমনই হয়।
শত জন্মের পরেও বন্ধু তোমায় আমি চাই।
দুই জনরে এই ভালোবাসা ভবে  কোথাও নাই।
রাস্তার পাশে বন্ধু যেদিন দাঁড়িয়ে ছিলে একা
সেদিন থেকেই মনের বাড়ি হইছে আমার দেখা।।