ঐ পারেতে আমার বাড়ি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২১-১০-২০২২ ইং


উজানেতে চলরে মাঝি সেথায় আমার গাঁ,
ভরা নদীতে  স্রোতের মাঝে করছে খাঁ খাঁ।


দক্ষিণেতে মেঘ জমেছে রংধনু ঐ  আকাশে,
ভাটিয়ালি সুর তুলেছে দক্ষিণের  বাতাসে।
কেমন করে পৌঁছে যাবো যেথায় আমার গাঁ।


এত মধুর ভাটিয়ালি কে না চায় শুনতে,
নিত্যদিনি ঝড় দেখেছে ব্যস্ত জাল টানতে।
কোথায় তোমার বাড়ি মাঝি নাম কি তোমার দেশগাঁ।


কোথায় নিয়ে এলে তুমি কেন চিনতে পারিনা,
তোমায় ভালোবাসি কন্যা  বুঝতে পারো না।
ভালোবাসি তোমায় মাঝি চলো আমার বাড়ি
কোন গ্রামে বাড়ি বলো দেবো তোমায় ছাড়ি
ঐ পাড়েতে আমার বাড়ি নামটি মাঝি সাতগাঁ।