দয়ার সাগর প্রভু আমার তোমার কাছে ঋণী,
আমরা পাপী এই জগতে কতটুকু চিনি?
চলার পথে কত গুনা কত করছি পাপ,
তবু কেন আমার হয়না একটু অনুতাপ।


বিনা টাকায় দিয়েছ তো শীতল ঐ পবন,
রঙিন নেশায় পড়ে করছি  যাহা চাইছে মন।
গাছে গাছে দিলে কত মিষ্টি স্বাদের ফল,
সবার তৃষ্ণা মেটাতে প্রভু দিলে কত জল।
চলার পথে কত গুনা কত করছি পাপ,
তবু কেন আমার হয়না একটু অনুতাপ।


তোমার কথায়  ফুটে বাগানে  কত রঙে ফুল,
এমন রূপের বাহার বল সুন্দরের ঐ মূল।
পাখিরা সব গেয়ে চলে কত মিষ্টি  ছড়া,
দূর পাহাড়ে মেঘ ঢেকেছে পরান আমার ভরা।
চলার পথে কত গুনা কত করছি পাপ,
তবু কেন আমার হয়না একটু অনুতাপ।



তোমার দয়া বোঝা বড় দায় কত মহিমার ছাপ,
তবু কেন মানব বুকে আজ নাইরে অনুতাপ ।
তারা জলে মিটিমিটি দূর আকাশের গায়,
সূর্যের আলোয় চাঁদটা হাসে ঘন বনের ছায় ।
চলার পথে কত গুনা কত করছি পাপ,
তবু কেন আমার হয়না একটু অনুতাপ।


কথা বলার জন্য তুমি দিলে কত স্বজন,
আত্মীয় হয় আত্মার বন্ধন বুঝি আমরা কয়জন।
চলার পথে কত গুনা কত করছি পাপ,
তবু কেন আমার হয়না একটু অনুতাপ।