ভোর বেলাতে বাবুই পাখি
মোঃ বুলবুল হোসেন
তারিখ২৮-০৬-২০২১ ইং


ভোর বেলাতে বাবুই পাখি ঘুম ভাঙিয়ে যায় ,
ঘুম ভাঙ্গিয়ে বাবুই পাখি শান্তি খুঁজে পায়।
কি অপরূপ সুরের মেলা আমার বাংলাদেশে ।


মনের কথা বলে রাখাল বাঁশির সুরে এসে,
দূর আকাশের পরীরা সব  সুরের তালে মেশে।
কি অপরূপ সুরের মেলা আমার বাংলাদেশে।


মায়ের মুখে গল্প শুনে চোখদুটি যায় থেমে,
ঘুমের পরী এসে গেছে ক্লান্তি গেছে নেমে।
ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো,
মায়ের মুখের ছড়াগুলো শুধু ভালোবেসো।।
ভোর বেলাতে বাবুই পাখি ঘুম ভাঙিয়ে যায় ,
ঘুম ভাঙ্গিয়ে বাবুই পাখি শান্তি খুঁজে পায়।
কি অপরূপ সুরের মেলা  আমার বাংলাদেশে ।