কুড়িতে হইছো বুড়ি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-০২-২০২৩ ইং


ভুল করেছি বন্ধু আমি তোমায় ভালোবেসে,
পেলাম না তো সুখের দেখা  তোমার পাশে এসে।

ঐ কুড়িতে হইছো বুড়ি আমি চলছি রেঁধে,
চলছে আমার দুখের ভেলা চলছি কোমড় বেঁধে।


কথা  দিয়ে ব্যাথা দিলে এখন সাজো রানী,
তোমার কথায় যাচ্ছি শয়ে টানছি শুধু  ঘানি।


বলছো তুমি খুব হয়েছে করছি বকবকানি,
বলছো পাগল করছে প্যাচান হয়েছে চুলকানি।


বিয়ের আগে কত কথা গাছতলাতেও  সুখে,
বর্তমানে দেখছি রে ভাই পুরুষ মানুষ  দুখে।


বাঘের মত গর্জন ছিল সাহস ছিল কত,
লোকে বলে বউয়ের গোলাম উঁচু মাথার নত।


কাঁটা ঘায়ে নুনের ছিটা বলছো একি কথা,
আমি হলাম জীবন মরণ হয় যদি  দুকথা।