বৈশাখ এলো
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০৪-২০২২ ইং
              
বৈশাখ এলো  বৈশাখ এলো শান্তি বাতা নিয়ে,
চৈতীর  শেষে শান্তি রেখো হিম সিঁড়ি সাজিয়ে
বৈশাখ মানে ঐ  আকাশ   কালো মেঘের ছায়া।


হৃদয় বরণ ডালা থেকে  পরবে তুমি  মালা,
রাখবো  সবার মান  না  হয় অপমান  সবুজ  ঝর্ণা  ঢালা।
বৈশাখ মানে সেতু  বন্ধন  প্রাণে  জাগে মায়া।


মন গহীনে গুন গুনিয়ে  মেতে ওঠে  সুরে,
বাংলা গানে  মনের খোরাক ছুটি  অচিনপুরে।
বৈশাখ মানে আনন্দ ঢেউ  শত মানুষের কায়া।


  নদীর বুকে আমরা যখন ঐ  নৌকা নিয়ে যাই
মাঝি ভাইয়ের ভাটিয়ালি গান  বাংলা ভাষায় পাই।
  বৈশাখ মানে বাঙালি আমি বাংলার তরে  মায়া।


বৈশাখের ঐ  মেলায় যাবো  কে যাবি আয়  চলে
জাত ভেদাভেদ ভুলে সবাই বাংলার কথা বলে।
বৈশাখ মানে বাংলার কৃষক সবুজ শ্যামল ছায়া।


বৈশাখ মানে ইলিশ পান্তা আরো কতো ভর্তা,
মাছে ভাতে বাঙালি আজ মুখে লাগে চড়র্তা ।
বৈশাখ মানে নতুন ধানের  এই  মা মাটির মায়া।