তোরে যে মা খুব ভালোবাসি!
======================@@@


আবার আসবো ফিরে
শ্যামা এ’ নদীর তীরে
সজীব কুঁড়েরই হয়ে বাসি –
তোরে যে মা খুব ভালোবাসি!


বাঁধবো বিকেলে যতো তোরই নামে বোল,
হিজলের শাখে খেয়ে মিলেমিশে দোল।
এ’ হৃদয়ে ভাব চষে
গোধূলির বাটে বসে
ব্যাকুলে বাজাবো ফের বাঁশি –
তোরে যে মা খুব ভালোবাসি!


হাতছানি দিলে তোরে আষাঢ়ের ঢল,
ভাবিস না যেন তুই ফেলে আঁখিজল!


আবার মাতাল হাল এ’ হাতেই ধরি,
বাইবো নদীর বুকে পাল তোলা তরী।
সাজবো আশায় জেলে
বড়শি বা জাল ফেলে
কখনো দামাল ক্ষেতে চাষী –
তোরে যে মা খুব ভালোবাসি!


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/১২/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন