মন তবে ক্যান অচিনপুর!
==========================@@@


বিশ্বাসেই সে’ বস্তু মিলে
তর্কে নাকি বহুদূর –
মনটা আমার ক্যান তবে গো অচিনপুর!
মিঠা নয় কি গুড় –
মনটা আমার ক্যান তবে গো অচিনপুর!


থাকবো ভেবে সুখের আশায় হলাম গেছো ব্যাঙ,
ডাল নিলো এক বৈশাখী ঝড় ভাঙলো আমার ঠ্যাঙ।
কান্দি বসে গাছতলে আজ
যায় যদি ঢেউ খানিক দূর –
মনটা আমার ক্যান তবে গো অচিনপুর!


বুঝি না এই মায়ার খেলা দেয় কে সুতায় টান,
কার কারণে গায় ভোলামন শিকল গড়ার গান!


ভেন্না কাঠের নৌকা বেয়ে গাঙ হতে যাই পার,
অমনি গো চাঁদ গোসসা করে নেয় তুল জোয়ার!
বৈঠা ভাঙে মাতাল বাতাস
শুনতো যদি কেউ সে’ সুর –
মনটা আমার ক্যান তবে গো অচিনপুর!


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৭/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন