চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি!
=========================@@@


চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি!
তোরই আশায় রয় জেগে এই
ব্যাকুল দু’টি আঁখি –
চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি!


দিন শেষে যেই আঁধার নামে, তৃষ্ণা উঠে জ্বলে,
কাঁপন চেপে হাত পেতে রই জ্যোৎস্না দিবি বলে।
মন হলে রে ধৈর্যহারা
ক্ষণে ক্ষণে দিই ইশারা
রোজ লুকিয়ে বুকের ব্যথা ডাহুক সেজে ডাকি –
চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি!


ভাদর ভুলে দ্যাখ দিয়ে তুই ভাঙা ঘরে উঁকি,
রাখছি কতো আদর ঢেকে তোর তরে রে লুকি!
গাই বলে গান ভাঙা দোরে
জোনাক কতোই গোসসা করে
পূবাল বাতাস চায় না দিতে হিমেল পরশ মাখি –
চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৭/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন