বন্ধু তুমি আজ এ’ বেলা কই?
====================@@@


বিরল ঢলে বান ডেকেছে
শুকনো গাঙে ওই -
বন্ধু তুমি আজ এ’ বেলা কই?


না যদি রও শ্যামলা ঢালে
ক্ষণিক প্রীতি স্মরি,
দুলবে কি আর ঢেউয়ের তালে
বিজন ঘাটে তরী!
ব্যাকুল আঁখির ছন্দ যদি
রচলো না ভাব নিরবধি
চাইবে কে কও সপ্ত রঙা ছই?
বন্ধু তুমি আজ এ’ বেলা কই?


মুচড়ে ধুয়ে যা ছিলো গাদ
রুক্ষ খরার স্মৃতি,
ছল ছলাইয়া চলে পানি
গেয়ে প্রেমের গীতি।
ঢাল যদি ফের রয় গো ফাঁকা
করবে না চাঁদ দৃষ্টি বাঁকা
হাসবে কি কও বৃক্ষ দু’পাড় রই?
বন্ধু তুমি আজ এ’ বেলা কই?


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৫/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন