বন্ধু রে তুই কিসের করিস শোক!
=====================@@@


বন্ধু রে তুই কিসের করিস শোক!
প্রাণ পাখি তোর উড়াল দিবে
দেহ খাবে পোক -
বন্ধু রে তুই কিসের করিস শোক!


থাকবে না সুখ স্বপ্ন আশা
সোনার বরণ  ভোর,
চিনবে রে তোর শমন যেদিন
নকশা কাটা দোর।
এই ধরণীর মোহ মায়া
কেউ দিবে না শীতল ছায়া
বুজলে দু’টি চোখ -
বন্ধু রে তুই কিসের করিস শোক!


মান খোয়ে আজ যাদের তরে
সাজবি সিঁধেল চোর,
দু’দিন পরে চিনবে না আর
ওরাই রে তোর গোর।
রত্ন ধনের থাকলে পাহাড়
করবে সবি অন্যে আহার
জীবন দিলেই ধোক -
বন্ধু রে তুই কিসের করিস শোক!


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৫/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন