আমার ভাবের ঘরে ঘর কর গো যেও না দূরে
আমি প্রীতিসুধা মাখিয়ে তোমায় রাখব অন্তরে।


ঝঞ্ঝাবাতে তুষারপাতে চৈতী হাওয়ায় জ্যোৎস্না রাতে
সাজিয়ে বাসর মাতিয়ে আসর রঙিন ফুলের হারে।


কাল কেটেছে অবহেলে ছেলে খেলায় তোমায় ভুলে
আজ চিরতরে মর্মপুরে রাখব তোমায় আমার করে।


গান বাঁধবো তোমায় নিয়ে সুর সাধব তোমায় চেয়ে
তোমার নামেই থাকবো মেতে নাচবো তোমায় ঘিরে।


(ছন্দ সম্বম্ধে আমি একেবারেই অনভিজ্ঞ। তাই কোন মন্তব্য করতে না পেরে নিজস্ব ছন্দ বলে উল্লেখ করলাম। গানটি পড়ে যদি কেউ এ সম্পর্কে পরামর্শ দেন তা হলে বাধিত হব।)