শারদ প্রাতে এই প্রভাতে
কে গো এলে মনোময়
রাঙিয়ে ভুবন মাতিয়ে এ মন
করলে তুমি চিত্ত জয়।


মন বলে মোর চেনা চেনা
তবু কেন লাগে অচেনা
ধরা দিয়েও দাও না ধরা
কে তুমি গো রহস্যময়।


জীবন ভর খুঁজেছি তোমায়
আঁধার নিশায় স্বর্ণবেলায়
পেলাম তোমায় এই এ বেলায়
শরতেরই সোনার আলোয়।


এসো কাছে আরো কাছে
মন যে তোমার কৃপা যাচে
অনেক কথাই জমে আছে
বলবো তোমায় হে শুভময়।