মধুর মধুরতম সে মোর প্রিয়তম
চাহে স্মিতাননে রূপে অনুপম।


নীরব নিশিথে আসে সে চিতচোর
পেলব পরশে ভাঙায় ঘুমঘোর
অঙ্গুলিগুলি তার চম্পককলি সম।


না বলা যত কথা তারে আমি বলি
কোরকে যত মধু তারই বুকে ঢালি
সে মোর চিরসখা অন্তরতম।


অরুণ আলোতে চেয়ে দেখি প্রাতে
সে প্রিয় থেকে গেছে মধুর স্মৃতিতে
প্রীতিতে করে গেছে হৃদয় উন্মন।


তোমরা বলনা কেমনে ভুলি তারে
সকল সত্তাতে সে যে আছে ভরে
অনন্য অভিনব অপরূপ প্রিয় মম।