কে বলে গো দূরে তুমি  অন্তরেই আছো
মনোভূমি ফুলে-ফলে  ভরিয়া রেখেছো।


নিশাশেষে ভোরাকাশে ফোটে তব দ্যুতি
তব রাগে অনুরাগে মাখি সেই প্রীতি।
মনে মনে সঙ্গোপনে সদা তুমি রাজো।


পথে পথে সাথে সাথে ছায়া সম তুমি
ঘিরে ঘিরে চলে চল উপল উৎক্রমি।
দিবানিশি হৃদিমাঝে নাচো তুমি নাচো।


যাত্রাশেষে অবশেষে সবে ঘরে ফেরে
তুমি শুধু বসে থাকো ঘিরিয়া আমারে
আদিঅন্ত ছিলে তুমি আছো তুমি আজো।