উত্তর বাংলার পঞ্চগড়ে
দেখে যাও ভাই তোমরা ওরে
শীতের কালে সাঁঝ সকালে
কেমন শীত পড়ে।
আজান যখন দেয় ভোরে
শীত পড়ে না জল পড়ে
যায় না বোঝা গাছের তলে
টীনের এ ঘরে।।
কে বলেছে তোমায় ভাই
শীতের কোন শব্দ নাই
সবারে তাই বলতে চাই
আমি যে ভাই শুনতে পাই
রাতের বেলায় ঘরের চালে
টুপুস টুপুস শিশির ঝরে।।
ঘন কুয়াসায় চারিধার
দিনের বেলায় অন্ধকার
বুড়ো বুড়ি ছেড়ে হাফ
ঠান্ডাতে কয় বাপরে বাপ
মাঘের শীতে কাঁন্দে বাঘ
এমনি কি আর কথাতে বলে।।