ঢাকার বাবু বেজায় কাবু নীলফামারী এসে,
আসার সময় আসে বাবু ফুকুর ফুকুর হেসে
এখন বাবু বেজায় কাবু, কথা নাই তার ইসে।
গাড়ি থেকে নেমেই দেখে
শীত বসেছে ভীষণ জেঁকে
ঠান্ডাতে তাই বাবু যে ভাই মরে কেবল কেঁসে।
দিনটা ভরে চিন্তা করে এলাম এ কোন দেশে।
ঢাকার বাবুর বেহাল দশা, ঠান্ডাতে কাতরায়
ঘুমের ঘোরে প্রলাপ বকে শুয়ে বিছানায়।
এমন ঠান্ডা মাঘের শীতে
দেখেনি সে জেন্দেগীতে
তাইতে বলে শীতেরকালে আসবে না এ দেশে।
শীতের চোটে ঢাকায় ছোটে তাড়তাতাড়ি শেষে।