বিদায় বেলায়! আমি বলে যেতে চাই-
কবুল করো আমায়,
যদি মোর কিছু ভুল-ত্রুটি হয়!
ক্ষমা করে দিও আমায়, বিদায় বেলায়!


জীবনের আহ্লাদে চলে গেল সময়
বৃথা আর অবহেলায়,
আমার তো কোন পূণ্যতা নাই!
পাপীর মনে কষ্ট বেজায়! বিদায় বেলায়!


কত যে আছি সুখে তার সীমা নাই
তবুও সামান্য দুঃখে হায়,
মনে করি আমি কতটা অসহায়!
সবকিছু ফেলে যাচ্ছি চলে, বিদায় বেলায়!


বিদায় বেলায়! আমি বলে যেতে চাই-
শূণ্য হাতে চলে যাবে সবাই,
সময় থাকতে করো গো সঞ্চয়,
সে সঞ্চয় হবে শেষ সম্বল, বিদায় বেলায়!