এনামুল হক

জন্ম ২৫ এপ্রিল ১৯৯৮
জন্মস্থান কলমাকান্দা-নেত্রকোনা, বাংলাদেশ
বর্তমান নিবাস কলমাকান্দা-নেত্রকোনা, বাংলাদেশ
পেশা ছাত্র
শিক্ষাগত যোগ্যতা এসএসসি

এনামুল হক জন্মঃ ২৫ এপ্রিল, ১৯৯৮ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাউশাম গ্রামে একটি দরিদ্র পরিবারে এবং পিত্র নিবাসে জন্মগ্রহণ করেন। পিতাঃ জহির উদ্দিন, মাতাঃ আছিয়া খাতুন। ২০১৬ সালে কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করেন এবং বর্তমানে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে ইলেকট্রো মেডিকেল ডিপার্টমেন্টে ৫ম পর্বে। নবম শ্রেণি হতে কবিতা, উপন্যাস, মঞ্চায়িত নাটক, সাধারণ নাটক, গান ও ছোট গল্প লেখা শুরু। প্রকাশিত যৌথগ্রন্থঃ দীপ শিখা, নিশি-পদ্ম ও অল্পকথার কাব্য এবং প্রকাশিত উপন্যাসঃ ভাত দে।

এনামুল হক ৫ বছর ৬ মাস হলো গানের পাতায় আছেন।


শেয়ার করুন: