একবার রাধে রাধে বলরে মন
নেচে নেচে বৃন্দাবন চল।।
ওরে বৃন্দাবনের মাঠে মাঠে।।
শ্যামের বাঁশি বাজে।


বৃন্দাবনে যে চরাতো ধেনু
কংস নিধন করেছিল সেইতো কানু ।।
ওরে ভক্ত বান্ছা পূর্ণ হৈতে ।।
এলেন প্রভূ ধরাধামে ।


রাধা নাম, কৃষ্ণ নাম এক অঙ্গ লইয়া
ভক্ত হইয়া এলেন প্রভূ গৌরাঙ্গ হইয়া ।।
ওরে অধীন অমর কেঁদে বলে ।।
সে নাম আসেনা মুখে।