ইমন সন্ধ্যা
আমার শুধু রাত্রিকে ভালো লাগে
দিনের শেষে, সন্ধ্যা ইমন রাগে
রাত্রিকে ভালো লাগে।


আমার আকাশ বাতাসে গল্প বোনে
নদী, মাঠ, বন লুকিয়ে গল্প শোনে
সন্ধ্যাতারা’র স্নিগ্ধ আবেশে
রাত্রিকে ভালো লাগে।


মেঘ-কুয়াশা’র লুকোচুরি দিন শেষে
আকাশ-চাদর সন্ধ্যা নামায় এসে
মারোয়া, কেদার, পূরবী, বেহাগে
রাত্রিকে ভালো লাগে


দিন-যাপনে’র যুদ্ধ প্রহর শেষে
‘সন্ধ্যা-চাদর’ আবেশে আশ্লেষে
রাত্রি নিবিঢ় আদরে সোহাগে
রাত্রিকে ভালো লাগে।