বিধি তোমার কত খেলা দেখি জনম ভর
সুখে মানুষ রয় না তবু বান্দে নতুন ঘর।


এই দুনিয়ার যত মানুষ তো মারি দয়া
তবুও কেউ মিছে ভুলে করে না মায়া,
অনাদর এ অযতনে কত রকম বিপদ
কষ্টে একটুও কেউ নেয় না কারো খবর।


শেওলা যেমন নদীর বুকে একা ভাসে
স্রোত তারে অনুকূল টানে অনায়াসে
তবুও শেওলা কারো হয়না জীবন ভর।


কেউ কত ধনের মালিক ছোট্ট দুনিয়াতে
কেউ কিছু পায় না খেতে একটি রাতে
পরে থাকে কত মানুষ পথের মাঝে
কেন এমন বিধি তোমার এ কেমন বিচার?