জানিনা কোন গ্রহে জন্ম
শুভ কোন যে পাথর
নীলা পরার সাধ আমার
নীলাকে পেতে কাতর।।
জ্যোতিস চায় দিতে আমারে
রবি মামার মানিক
পরতে হবে তারই সাথে
হীরা পান্না খানিক
তবেই নাকি আসে জীবনে
শাওন শেষে ভাদর।।
পাথর দিয়ে ভবন ছাড়া
কিছুই নাহি হয় রে
মিছেই শুধু গেয়েই থাকি
মণি রতনে জয় রে ।
বুঝেছি শেষে কোন পাথরে
দিতে পারেনা সুখ রে
হোক না নীলা পান্না হিরা
বাঁধা দেয় না দুখ রে
প্রবাল মতি রুবির ছোঁয়া
নেই না যত আদর।।