গায়ের রঙ যে পাকা আমার, দেখতে একটু কালো
উপর দেখতে যেমন তেমন, ভিতর অনেক ভালো ।।


জংলি গাছের রসের দাওয়া, মাখতে হয়না গায়ে
ভিনদেশী নাই জেহারপাতি, নাইরে গয়না পায়ে
সুনু পাওডার পালিশ ছাড়াই, মনের মধ্যে আলো।।


রক্তে আমার রক্তজবা, চোখে লোনা পানি
মাথার উপর চন্দ্র সুুরুজ, মরলে কবর খানি।


চুল পাকিলে সবার শাদা, দাঁত পড়িলে মাড়ি
মেজবান শেষে পড়ে থাকে, শূন্য পিতলে হাড়ি
বুড়া কালে চামড়া ঝুলে, যতই মানিক ঢালো।।


স্বরবৃত্ত-
৮/১-কলেজ রোড
২০-০২-২০২২