আমি ভালোবাসি, আমি ভালোবাসি, ভালোবাসি বঁধু, ও দুটি চোখ
তাঁরে কাছে ডাকি, তাঁর কাছে যাই, আমার যে বড় সমালোচক ।।


সে যদি কখনো, রাগে অনুরাগে, নানা অভিযোগে, কাছে না আসে
আমি কি গো আর, জানবো কেমনে, ভিতরে আমার, কে ভালোবাসে
তাই তো আসন, তাঁরে দিতে চাই, হোক অপরের আপন লোক।।


কিছু কথা বলে, নানা কৌশলে, বুঝাবে আমারে, আমিই দোষী
মুখে যত বলি, না কিছু জানিনা, অন্তরে আমি, বেশীই খুশী  
সেই বেঁচে থাক, দুধে ভাতে রোজ, আমাকে কুটিল বলে বলুক ।।


মাত্রাবৃত্তঃ ৬-৬-৬-৫
২ঃ৫২মিঃ । ১৯-১১-২০২০
৮/২-কলেজ রোড ।