ও গীতিকার, দাও উপহার, মিষ্টি কথার একটি গান
ও সুরকার, দাও উপহার, সুরের ধারার একটি গান ।।


গানের কথায় জড়িয়ে থাকে বাংলা মায়ের সুধা ঘ্রাণ
সুরের মায়ায় মনটা দোলায় ফিরে পায় রে নাড়ীর টান
যে গান শুনে জেগে উঠে নিপীড়িতের অসার প্রাণ ।।


শোষণ থেকে মুক্ত হওয়া যুদ্ধ জয়ের অবদান
লাখো জনতা অকাতরে দিয়েছে যে আত্নদান ।


৮ই ফাগুনে খুনে ভেজা রাজপথের সেই করুণ সুর
১২ই চৈত্রের হানাদারের র্নিমমতার কালো ভোর
১ লা পৌষে স্বাধীণ দেশে উড়ে রে মুক্তির নিশান ।।


স্বরবৃত্তঃ চতুর্মাত্রিক পূর্ণপর্বের ছন্দ।