তুমি-
অকারণে দুঃখ পাবে জানি
যদি তোমার ছলনাতেই
সহসা হার মানি!


তুমি পাহাড়- আমি গিরিখাদ
করবে কেন জীবনটা বরবাদ!
আমি-
হর হামেশা কষ্ট-বেদন
করছি টানাটানি।।


তুমি আকাশ আমি ভূমির তল
আমার বুকে দুঃখ-ব্যথার ঢল
তুমি-
যোজন দূরে থাকো ওগো
হয়ে প্রেমের রাণী!!


রচনাকাল : ২১ জানুয়ারী ১৯১৮, লালমনিরহাট।