তুই বান্ধব সবই পারিস
ভাংতে এবং গড়তে
আমি পারি না রে তোর
মন পাখিটা ধরতে।।


এই মাটিতে বাঁধিস বাসা
এই তো গাছের ডালে
বুকের পিঞ্জরে তোরে
পাইনি কোন কালে।
সময় আমার গেলো শুধু
এধার ওধার করতে।।


সুখের আশায় দুঃখ লয়ে
আমি বসে থাকি
ফিরে কবে আসবি বুকে
ওরে অবুঝ পাখি।
বুঝতি আমার মনের কিতাব
পারতিস যদি পড়তে।।


------------------------------------
শ্রেণি : আধুনিক গান
১৯ জানুয়ারি ২০১২, লালমনিরহাট।