সুখ... সে তো সোনার হরিণ।
তারে যায় না ধরা
যায় না আপন করা
সে তো স্বপ্নই থাকে চিরদিন।।


তারে ধরতে গিয়ে আঁকা-বাঁকা পথে
হারিয়ে যায় কতজন
কেউ অসৎ কাজে
কেউ সাধু সাজে
কেউ ভেঙ্গে চলে যায় মন।
আসলে সুখ কোথাও নেই এতটুক
শুধু বাড়ে সময়ের ঋণ।।


কারো টাকায় টাকা কারো পকেট ফাঁকা
কারো ভাবখানা করেছে জয়
কেউ আপন কুঁড়ে
কেউ দুনিয়া ঘোরে
আসলে সব অভিনয়!
তাই সুখের পিছে ছুটো নাকো মিছে
দেখো না স্বপ্ন রঙিন।।


# রচনাকাল : ০৩ ফেব্রুয়ারী ১৯৯৯, তাইপে, তাইওয়ান।
সৌজন্যে : আতাউল মালেক