ও ছমিরণ কেমন আছো পাইলামনা খবর
ভালোবাসার মনটা তুমি কই দিলা কবর?
একটা- পাইলামনা খবর!


মনে কি পড়েনা তোমার, সেই যে ছোট্ট বেলা
বাড়ির ধারে বাঁশবাগানে খেলতাম পুতুল খেলা?
মোরা খেলতাম পুতুল খেলা!
সেই দিনগুলি মনে পড়লে বুকে ওঠে ঝড়!
একটা- পাইলামনা খবর!


সাদা জোসনা লইয়া যখন চান ওঠে আসমানে
মনটা তখন কেমন করে? আছো গো কোনখানে?
তুমি আছো গো কোনখানে?
আল্লায় যেনো সুখে রাখেন সারা জীবন ভর!
একটা- পাইলামনা খবর!


রচনাকাল : ০৫ ফেব্রুয়ারী ১৯৯৯, শুক্রবার, তাইচুং, তাইওয়ান।