পত্র পাইলে উত্তর দিও
ওগো বিবি ছমিরণ,
জানাইও কুশল তোমার
ভালো নি এখন !


আমি আছি কোন মতন
বুকে নদির চর,
ঘুম আসেনা একলা ঘরে-
রাইতেরও দু’পর।
জাইগা জাইগা সপন দেখি
বুকের খাতায় গল্প লেখি
ভরে নাতো মন!
জানাইও কুশল তোমার
ভালো নি এখন!


আসমান জমিন তেমনি আছে
যেদিকে তাকাই
শুধু বুকটা হু হু করে-
তুমি কাছে নাই!
সকাল আসে সুরুজ ওঠে,
পাখিরা গায়, ফুলও ফোটে,
ভরে নাতো মন!
জানাইও কুশল তোমার-
ভালো নি এখন!


রচনাকাল : ০৮ ফেব্রুয়ারী ১৯৯৯, তাইচুং, তাইওয়ান।