চন্দ্র-তারা স্বাক্ষী রাইখা
দিয়াছিলা আমায় মন;
সেই কথা কি ভুইলা গেছো
ওগো বিবি ছমিরণ?


চৈতালী হাওয়ায় তোমার
চুল বুঝি ওড়েনা আর,
ফুল কুড়াইতে যাওনা বুঝি
বকুল তলায়, পুকুর পাড়?
সেই ফুলের মালা গাঁথিয়া-
গলায় পরাও কার এখন?


তোমার সাথে হয়না দেখা
মনে আছে কতো দিন?
আমার প্রতি হঠাৎ কইরা
হইলা কেনো উদাসীন?
বুঝিনা ক্যান হইলা এমন-
কি আমার ভুলের কারণ!


রচনাকাল : ০৮ ফেব্রুয়ারী ১৯৯৯, তাইচুং, তাইওয়ান।