: ও ছমিরণ! কাইন্দোনা গো-পথের পানে চাইয়া;
মাসে মাসে পত্র দিমু- ঢাকার শহর যাইয়া!


: যাইবার কালে প্রতিবারই একই কতা কও;
ছয় মাসেও দেওনা চিঠি, পাছে ভুইল্যা রও।
ইচ্ছা করে মরি তহন-বিষ্যের বড়ি খাইয়া!


: তোমার কতা ভুলুমনা গো থাকবা এবুক জুইড়া
এমনি কইরাই মাস যাইবো আইবো বছর ঘুইরা


: মাথার কিড়া দিলাম তোমায় শক্ত রাইখা মন
তোমার আশায় দিন গুনবো তোমার ছমিরণ!
ভয় লাগে ফির ভুলায় তোমায় ঢাকার কোন মাইয়া!


: বছর পরে যহন আমি ফিরা আইমু বাড়ি
তোমার লিগা কিন্না আনুম নকসী তাঁতের শাড়ি!


: শাড়ি আমার লাগবোনা গো থাইকো তুমি ভালা
তুমি আমার সাত রাজার ধন সোহাগমতির মালা
সুখ সাগরে ভাসবো এ মন তোমায় কাছে পাইয়া!