যদি--
একবার আইসা দেইখা যাইতা
আছি আমি কি হালে;
কি লেখা লেইখাছেন বিধি-
ছমিরণের কপালে!


সোনার শরীর রইদে পোড়ে
ভাংগে সে পাথর;
জীবনটা তার মরা নদির
শুধুই বালুর চর!
চোখের নিচে জমলো কালি
যৌবন নৌকা বাইলো খালি
অশান্ত ঢেউয়ের তালে!


দিনের পরে দিন চইলা যায়
মাসের পরে মাস;
ছমিরণের বুকে জমে-
শুধুই দীর্ঘশ্বাস!
একই ধারায় জীবন চলে
দুই নয়ন ভাসাইয়া জলে
সকালে আর বিকালে !!


রচনাকাল : ০৫ ফেব্রুয়ারী ১৯৯৯, তাইচুং, তাইওয়ান।