ময়না আমার কয় না কথা-
হয় না সরব গানে-
নিরব নিথর...ঘুমিয়ে আছে
সয় কী বলো প্রাণে।


সারাটাদিন ব্যস্ত থাকো
এ সংসারের কাজে
অসময়ে ঘুমিয়ে থাকা
তোমার বলো সাজে।
জাগো জাগো প্রাণ স্বজনী
শুনছো কি না কানে।।


পুবের বেলা পশ্চিমে যায়
একটু দেখো চেয়ে
সারাটাদিন উপাস আছে
তোমার ছেলে-মেয়ে।
ওঠো ওঠো প্রাণ স্বজনী
ভালোবাসার টানে।।


--------------------------
শ্রেণি : আধুনিক গান
রচনাকাল : ১৭ জুলাই ২০১২, লালমনিরহাট।