কাঁন্দাবি আর কতরে বন্ধু
কাঁন্দাবি আর কতো?
সুখের নামে বুকের ভিতর
করলি শুধুই ক্ষত।।


সেই তো ভাল ছিলাম আমি
যখন ছিলাম একা-
হঠাৎ করেই বিপদ হলো
পেয়েরে তোর দেখা।
আমি এখন নাইরে বন্ধু
সেই আমারই মত।।


ফুল নিয়ে তোর ভুল করেছি
ফুলে কাঁটার জ্বালা-
জ্বালায় জ্বালায় অন্তর আমার
হইলো শুধুই কালা।
কোন ক্রমেই হয়না ভালো
অষুধ লাগাই যতো।।


শ্রেণি : আধুনিক গান (মরমী)
রচনাকাল : ১১ মে ২০২২, লালমনিরহাট।