জনম আমার ধন্য মাগো-
জনম আমার ধন্য!
তোর ঐ স্নেহের ছায়া তলে
তোর ঐ রোদে, বৃষ্টি জলে
এমন সুখের ছোঁয়া মাগো
কে দেবে আর অন্য?


তোরই বায়ু তোর ঐ পানি
বাঁচায় আমার পরাণ খানি
তুই-ই তো মা সকাল সাঁঝে
যোগাস ক্ষুধার অন্ন!!


তোর ঐ ধুলা অঙ্গে মেখে
যাই মা আমি স্বপ্ন এঁকে  
বিশ্ব ভুবন মাঝে মাগো-
তুই শুধু অনন্য!!


তুই মা আমার দুখে সুখে
জড়িয়ে রাখিস যেমন বুকে
তেমন আমি মরতে পারি-
মাগো তোরই জন্য!!


---------------------
শ্রেণি : দেশাত্মবোধক গান
রচনাকাল : ২২ জানুয়ারি ১৯৯৫, লালমনিরহাট।