জীবনে আমার রয়ে গেরো শুধু বালুচর
জানি না কোন ভুলে-
সাজানো বাগানে আমার বয়ে গেলো বৈশাখী ঝড়!!


কতো স্বপ্ন ছিলো এই দুটি নয়নে-
এই মনে ছিলো কতো আশা
পাশাপাশি রবো জীবনে-মরণে
বুকে নিয়ে তারই ভালোবাসা-
সহসা কি হয়ে গেলো
সব সাধ ক্ষয়ে গেলো
আপন ছিলো যে জন সেই হলো পর।।


পথহারা পথিক আমি ক্লান্ত চরণে-
খুঁজে ফিরি হারানো সে দিন
স্মৃতির অতলতলে নিজেকে হারাই শুধু
বেড়ে চলে বেদনার ঋণ-
তবুও আশায় থাকি
হৃদয়ে তারেই রাখি
ভেঙ্গে চলে গেছে সে সাজানো বাসর।।



সৌজন্যে ঃ আতাউল মালেক