দুঃখ দিবি দে রে বন্ধু
যতো দিতে মনে চায়_
সয়ে যাবো নী-র-বে সব
ভেবে নিবো প্রেমের দায়।।


গর্ভে রেখে পিতা মরলেন-
মাতা জন্মের পরে,
এই ভুবনে আমি একা...
মানুষ কে বা করে।
যৌবনকালে পেলাম তোরে
বাঁধলি প্রেমের ছলনায়।।


দুখে দুখে জনম গেলো
দুখির দুঃখ কিরে?
সারা জীবন কতোই দুঃখ
আমি সয়ে-ছিরে।
নালিশ কাউকে করিনি তো
কেঁদে গেছি নিরালায়।।


© ২০ এপ্রিল ২০২২, লালমনিরহাট।