বিরহের অনলে আমি পুড়ে পুড়ে ছাই
এই মনে আর কোন ভালোবাসা নাই
ফিরে আর এসো না গো তুমি-
আমি তো সবুজ নেই, হয়ে গেছি ধু-ধু মরুভূমি।।


হবো না বাগান আর-
ফোটাবো না প্রেমের মুকুল
শ্রাবণের বারিধারা ছোঁবে না আমায় আর
হয়ে গেছে সবকিছু ভুল।
ভাঙনের খেলা শুধু খেলছে আমাকে নিয়ে-
দুরন্ত ঝড়ো মৌসুমী।।


আঁধারেই রবো আমি-
আলো আর চাই না এ জীবনে
আলেয়ার পিছু ছুটে লাভ কি গো বল না-
সাধ কিছু নেই আর এ মনে।
যেখানেই থাকো ওগো ভালো থেকো সদা
আমাকে ভুলে যেও তুমি।।