আমি- তোমার আশাতেই শুধু পথ চেয়ে থাকি
কখন আসবে তুমি- কতটা সময় আরও বাকি!


ফুল ফোটে- ঝরে যায় পাখিরাও ফিরে যায় নীড়ে
দু’চোখ তোমায় খোঁজে হাজারও লোকের ভিরে!
বালুচরে বাঁধি ঘর তবুও আমি-
হৃদয়ে তোমার ছবি আঁকি।।


দিন যায়- রাত আসে আকাশে জ্বলে ওঠে তারা
তোমার স্মৃতি নিয়ে আমি হয়ে যাই দিশেহারা!
স্বপ্ন কতো আর সাজাবো বলো-
বেদনার ক্ষত বুকে রাখি।।


---------------------------------------
শ্রেণি : আধুনিক গান
রচনাকাল : ২৫ জানুয়ারী ১৯৯৮, তাইপে, তাইওয়ান।