আমার...
সারা অঙ্গে কালিরে বন্ধু
সারা অঙ্গে কালি
তোমার প্রেমের ফুলবাগানে-
হইয়া সাধের মালিরে বন্ধু
হইয়া সাধের মালি!


না ভাবিয়া, না বুঝিয়া-
লইলাম ঠিকাদারী;
এখন-
সুখ ছিটাইয়া জমিনে হয়
দুখের বারাবারি।
বিফলে যায় শ্রম-সাধনা
শূন্য থাকে ডালি!


না দেখিয়া, না শুনিয়া-
জমিনে দেই বেড়া;
হায়রে-
এখন দেখি বেড়ায় আমার
ফেরার পথও ঘেরা।
পাখি যদি যায়রে উড়ে-
বাগান হবে খালি!!


রচনা : ২৯ সেপ্টেম্বর ২০০৯, লালমনিরহাট।