ভালোবাসি বন্ধু তরে
বলব আমি কেমন করে
মনের ভেতর মন রাখিয়া
মরছি আমি ধড় ফড়িয়া।
মনের পাখি বনে থাকে
বুঝে না সে আমার কথা।


পাখি যখন উড়ে বেড়াই
বসে এ ডাল ও-ই  ডালে
পরাণ আমার ঘরে রয় না
জ্বলে পোড়ে মরে ঝালে।
যদি পাখি ভুলে যায় গো
আমারে দিয়ে যাবে ব্যথা।।


সইতে আমি পারিনা গো
বন্ধুর সাথে অন্যের চলা,
কখন জানি বলে ফেলে
আমার যা হয়নি গো বলা।
আমি বড় কষ্টে আছি
আর সহে না এই য ব্যথা।।