বাবা নামের একটা বৃক্ষ বটের ছায়ায় থাকে,
সুখে দুখের এই সংসারে আগলে বুকে রাখে।।


রৌদ্র, বৃষ্টি, খরা পুড়ে হায়রে কেউ করে না মায়া!
নাইরে যার এই পৃথিবীতে -বট বৃক্ষের ছায়া।
বাবা ছাড়া কি পরিচয় বলো সম্মান করে ডাকে।।


বাবার মতো এ নীরব সাধক কে-বা বলো আছে,
ঘরে বাইরে যায় রে সয়ে কোন বা সুখের কাছে।
বিপদ এলে বুঝবে'রে সেদিন সময়ের বাঁকে।।


ঘরে যাহার বাবা আছে সে হয় বড়ো ভাগ্যবান
বাবা যেদিন থাকবেনা পাশে বুঝবে সোনার চান
কত দিকে কতো বিপদ উড়ে বেড়াই ঝাঁকে-ঝাঁকে।


ছন্দ অক্ষরবৃত্ত
-----------------------------
বাবা নামের একটা বৃক্ষ
বটের ছায়ায় থাকে
সুখে দুখে সন্তানেরে
আগলে বুকে রাখে।।


নাই যাহার এই পৃথিবীতে
বটে বৃক্ষের ছায়া
রৌদ্র বৃষ্টি খরায় পুড়ে
না করে কেউ মায়া।
বাবার মতো এমন করে
কে-বা বলো ডাকে।।


ঘরে যাহার বাবা আছে
সে বড়ো ভাগ্যবান
বুঝ লোনা যে বাবার মর্ম
হয় সে বড়ো শয়তান।
বাবার মর্ম বুঝবে সেদিন
বিপদ এলে বাঁকে।।


স্বরবৃত্ত ৪/৪/৪/২