মায়ের ভাষা বাংলা আমার
আমার ভাষা তাই,
রক্ত দিয়ে কেনা মাগো
যার তুলনা নাই।
এই ভাষা'তে শুনতে কথা
সুখ যে আমি পাই।।


মায়ের ভাষায় বলতে কথা
শহীদ হলো ভাই,
বিশ্ব জুড়ে পেলাম আমি
মাগো তোমার ঠাঁই।
পাখির গানে নদীর টানে
সুরে-সুরে গায়।।


মনের কথা গানের কথা
আমার কথা তাই,
হাসি খুশি এই ভাষাতে
মাকে খোঁজে পায়।
মায়ের মুখের শেখা বুলি
আজকে বলে যায়।